ইসরাইলি বাহিনী সকাল থেকেই টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে যাচ্ছে এবং টিয়ার শেল নিক্ষেপ শুরু করার কয়েক ঘন্টা পর লেবাননের কাফর কিলা গ্রামের উপকণ্ঠে একটি ইসরাইলি বসতিতে বিপুল সংখ্যক সেনা ও সমর সরঞ্জাম মোতায়েন করা হয়।
গতকাল, বেইরুত ভিত্তিক সংবাদ মাধ্যম ‘দি ডেইলি স্টার’ খবর দিয়েছে লেবানন সীমান্তে বিপুল সংখ্যক সেনা এবং সরঞ্জাম মোতায়েন করার মাধ্যমে ইসরাইল সেখানে সামরিক উপস্থিতি জোরদার করেছে।
‘দি ডেইলি স্টার’ এর মতে, অধিকৃত ফিলস্তিনি ভূখন্ডের সীমান্তবর্তী স্থানে কৃষিকাজ এবং পশুপালনে নিয়োজিত লেবানন অধিবাসীদের ওপর ইসরাইলি বাহিনী বুধবার দ্বিতীয় দিনের মতো টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে ।
স্থানীয় অধিবাসীদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরাইলি বাহিনী সকাল থেকেই টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে যাচ্ছে এবং টিয়ার শেল নিক্ষেপ শুরু করার কয়েক ঘন্টা পর লেবাননের কাফর কিলা গ্রামের উপকণ্ঠে একটি ইসরাইলি বসতিতে বিপুল সংখ্যক সেনা ও সমর সরঞ্জাম মোতায়েন করা হয়। গত সপ্তাহ থেকে লেবানন সীমান্তে ইসরাইলি সেনারা টহল জোরদার করার পাশাপাশি সেনাদেরকে যুদ্ধাবস্থায় রাখা হয়েছে বলে ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
একজন স্থানীয় অধিবাসী জানিয়েছে,
‘নিত্য দিনের মতো আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপন করে যাচ্ছিলাম এবং প্রত্যেকেই তাদের জমিতে কাজ করছিল। তখন আমরা ইসরাইলি বাহিনীকে টহল দিতে দেখলাম এবং এক পর্যায়ে তারা আমাদের দিকে টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করল।’
প্রসংগত, এমাসের ৫ তারিখে, বেইরুত ভিত্তিক ‘আল-আখবার’ সংবাদমাধ্যম লেবাননের বিরুদ্ধে ইসরাইল আরেকটি যুদ্ধ শুরু করার পায়তারা করছে বলে সংবাদ প্রকাশের পর ইসরাইলি বাহিনীর এসব তৎপরতার খবর এলো।