তুরস্কে যুদ্ধ বিমান মোতায়েন করছে আমেরিকা
আমেরিকা তাদের কথিত ইসলামিক স্টেইট বিরোধী যুদ্ধের জন্য তুরস্কে ৬টি এফ-১৬ ফ্যালকন যুদ্ধ বিমান মোতায়েন করছে। এসব যুদ্ধ বিমান ন্যাটো জোটের সামরিক অভিযানে সহায়তা করার জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় ইনসিরলিক বিমান ঘাটিতে মোতায়েন রাখা হবে। ৬টি এফ-১৬ ফ্যালকন যুদ্ধ বিমান এনসারলিক বিমান ঘাটির উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ছাড়া ইতালীর এভিয়ানো বিমান ঘাটি থেকে আমেরিকার ৩১ ফাইটার উইং থেকে আরও দুটি সামরিক বিমান সেখানে যাবে। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থা জানায় দুটি সামরিক…